|
---|
নতুন গতি,নুরউদ্দিন:কংগ্রেস সাপোর্টারস কমিউনিটির পক্ষ থেকে মথুরাপুর এক নম্বর ব্লকের দেবীপুর অঞ্চল এলাকায় অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী ও পূজা পরিক্রমা সভা ।এই সভাই উপস্থিত ছিলেন রায়দিঘী বিধানসভার বিধায়ক ডাঃ অলক জলদাতা মহাশয়, উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি ও দক্ষিণ 24 পরগনার খাদ্যের কর্মদক্ষ বাপি হালদার মহাশয়। উপস্থিত ছিলেন দেবীপুর অঞ্চলের প্রধান আমির হোসেন লস্কর মহাশয় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই দিন মথুরাপুর ১ নম্বর ব্লকে পুজো পরিক্রমার পুরস্কার বিতরণ করা হয়।
আলোক শয্যায়,, প্রথম পুরস্কার পেয়েছেন অন্ধ মনি তলা সর্বজনীন দুর্গাপূজা কমিটি, আলোক শয্যায় দ্বিতীয় পুরস্কার পেয়েছেন মামা ভাগ্নে সমিতি, এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন কৃষ্ণচন্দ্রপুর সর্বজনীন দুর্গা পূজা কমিটি।
দূর্গা পূজার মণ্ডপের প্রথম পুরস্কার পেয়েছেন গোপীনাথপুর নতুন পল্লী দুর্গা পূজা কমিটি, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন পুর্কাইতপাড়া যুবগোষ্ঠী দুর্গা পূজা কমিটি, তৃতীয় পুরস্কার পেয়েছেন নিশ্চিন্দাপুর গ্রামবাসী বৃন্দ দুর্গাপূজা কমিটি।
প্রতিমায়,, প্রথম পুরস্কার পেয়েছেন মথরাপুর রথতলা দুর্গাপূজা কমিটি, প্রতিমায়,, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন মথরাপুর স্টেশন সর্বজনীন দূর্গা পূজা কমিটি, এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন সাতঘর নবোদয় সংঘ দূর্গা পূজা কমিটি।
পরিবেশ পরিচ্ছন্নতার প্রথম পুরস্কার পেয়েছেন দেবীপুর সমাজ কল্যাণ সমিতি, পরিবেশ পরিচ্ছন্নতায় দ্বিতীয় পুরস্কার পেয়েছেন দেওয়ানহাট দুর্গাপূজা কমিটি, এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন মির্জাপুর বামনগাছি সর্বজনীন দুর্গাপূজা কমিটি!
দক্ষিণ ২৪ পরগনা থেকে নুরউদ্দিনের রিপোর্ট নতুন গতি!