|
---|
নিজস্ব সংবাদদাতা : ২৯ অক্টোবর,রবিবার, মেমারি ১নং ব্লকে দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের খেলার মাঠের চারিপাশে বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়েছিলেন সদস্য বৃন্দরা। দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের মাঠে বৃক্ষ রোপন করছেন মেমারী থানার ভারপ্রাপ্ত অফিসার সুদীপ্ত মুখার্জী সাহেব। সদ্যপ্রয়াত ডাক্তার বিপ্লব চ্যাটার্জী স্মৃতির উদ্দেশ্যে গাছ বসাচ্ছেন তাঁর বাবা গৌতম চট্টোপাধ্যায় এবং অন্যতম সদস্য সেখ সবুরউদ্দিন ও সকল সদস্য বৃন্দরা। এলাকা বাসিরা বৃক্ষ রোপন করাকে অভিনন্দন জানান।