|
---|
আরও এ মণ্ডল,ইন্দাস : আজ ২৯ অক্টোবর লক্ষী পুজা উপলক্ষ্যে বাঁকুড়ার ইন্দাস ব্লকের মহেশপুর গ্রামে হিন্দু মিলন মন্দির ও প্রণব গ্রন্থাগারের যৌথ উদ্যোগে এবং ব্যবস্থাপনায় ছিল লক্ষী পুজা কমিটি। অনুষ্ঠানে বিশিষ্ট জনদের মধ্যে ছিলেন ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত এবং স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পরেশ নাথ ঘোষাল, ইন্দাস-২ এর গ্রাম পঞ্চায়েত প্রধান বাসুদেব দে, সদস্য কামাখ্যা প্রসাদ বাগ্দী প্রমুখ। এছাড়াও ছিলেন রক্তদান শিবির উদ্বোধক পুজো কমিটির সম্পাদক তপন কুমার চক্রবর্তী,সভাপতি অমিয় সরকার প্রমুখ।
এদিন রক্ত সংগ্রহ করে বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক সেন্টারের ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীগণ। নারী পুরুষ সহ প্রায় ৬০ জন রক্তদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দেব নারায়ন শালুই।সহযোগিতায় ছিলো লক্ষী পুজো কমিটির সদস্যগণ।