রেশন দুর্নীতি আর নিয়োগ দুর্নীতি দুটো কি এক হয়ে যাচ্ছে! বিস্তারিত জানার চেষ্টা করছে ইডি

নিজস্ব সংবাদদাতা :রেশন দুর্নীতির কালো টাকা কে সাদা করার জন্য সিনেমা প্রযোজনা করেছিলেন বাকিবুর রহমান। সেই সিনেমায় অভিনয় করেছিলেন পার্থ ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। যিনি কিনা গত দেড় বছর ধরে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেল বন্দি হয়ে রয়েছে। ২০২২ সালের ঠিক পুজোর আগে পার্থকনিষ্ঠ এই বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট গিয়ে নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা উদ্ধার করেছিল ইডি আধিকারিকরা। তাহলে কোথাও গিয়ে কি রেশন দুর্নীতি আর নিয়োগ দুর্নীতি দুটো কি এক হয়ে যাচ্ছে, এই প্রশ্নটাই থাকছে??

     

    রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমানের প্রযোজনায় ২০১৪ সালে তৈরি হয় বাংলা সিনেমা ম্যানগ্রোভ। এই সিনেমাতে অভিনয় করেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ বান্ধবী এখন প্রেসিডেন্সি জেলে। অর্পিতা ছাড়াও অভিনয় করেছেন, দোলন রায়, নাইজেল ও মুম্বাইয়ের রাখি সাবন্ত। রেশন দুর্নীতির টাকা সিনেমা প্রযোজনার জন্য বিনিয়োগ করেছিলেন রাকিবুর। সুন্দরবনের নোনা জলে বেড়ে ওঠে ম্যানগ্রোভ। এই সিনেমায় তুলে ধরা হয়েছে ম্যানগ্রোভের বেঁচে থাকার কঠিন লড়াইয়ের মত লড়াই করতে হচ্ছে সাধারণ মানুষকে। এই সিনেমা তৈরি করতে যে একটা বড় ধরনের বিনিয়োগ করতে হয়েছে তাতে কোন সন্দেহ নেই। বিশেষ করে রাখি সাবন্তের মত শিল্পীকে অভিনয় করানো হয়েছে এই সিনেমায়। ED অফিসাররাও এই বিস্তারিত জানার চেষ্টা করছে। এই সিনেমায় নায়িকার চরিত্রে করেছেন অর্পিতা। শিক্ষক দুর্নীতি নিয়ে জেলে রয়েছেন অর্পিতা। ED অফিসাররা মনে করছেন এই সিনেমায় চান্স পাওয়ার ক্ষেত্রে অর্পিতাকে সাহায্য করেছেন পার্থ চট্টোপাধ্যায়। তাই এই নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে ইডি। খতিয়ে দেখা হবে পার্থ ভূমিকাও।