|
---|
সম্প্রীতি মোল্লা, ভাতার : মাংস ও ডিম উৎপাদন বৃদ্ধি করতে বৃহস্পতিবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার ভাতার প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে ২৮০ জন সয়ম্বর গোষ্ঠীর মহিলাদের দেওয়া হলো মুরগির বাচ্চা ।প্রতিটি মহিলাকে দেওয়া হয় দশটি করে মুরগির বাচ্চা।চলতি বছর অর্থাৎ ২০২২ সালে ডিম,মাংস ও দুধের উৎপাদনে রাজ্যের দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব বর্ধমান জেলা। সেই স্থানটিকে প্রথম করতে প্রাণিসম্পদ বিকাশের এই উদ্যোগ বলে জানান ভাতারের বি, এল, ডি, ও, শঙ্খ ঘোষ।স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা এই মুরগির বাচ্চা পেয়ে খুশি।