বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মেদিনীপুর আল আমিন মিশন একাডেমীর

নিজস্ব সংবাদদাতা :বুধবার আল-আমিন মিশন একাডেমীর মেদিনীপুর শাখার প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিভাগের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হল।

    এদিন এল কেজি এবং ইউ কেজির চকলেট দৌড় এবং বেলুন দৌড়, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ৫০ মিটার অংক দৌড়, বিস্কুট দৌড় ও আলু দৌড় এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৭৫ মিটার দৌড়, ৭অংক দৌড় এবং দীর্ঘ লম্ফন অনুষ্ঠিত হয়। প্রতি প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী কে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়।

    এছাড়াও এদিন মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত মেধা নির্বাচন পরীক্ষা ২০২২ এর আল-আমিন মিশন একাডেমী থেকে যে সমস্ত ছাত্র-ছাত্রী পুরস্কার পেয়েছে তাদের হাতে সার্টিফিকেট, মেডেল ও টাকা তাদের পুরস্কার তুলে দেয়া হয়।

    পুরুলিয়া জেলার প্রাক্তন মেডিকেল অফিসার ডঃ বিমল চন্দ্র গুড়িয়া এদিন মিশনের তৃতীয় শ্রেণীর ছাত্র চৌধুরী আসিফ আজাদের হাতে মেধা নির্বাচন পরীক্ষা 2022 এর

    সার্টিফিকেট ও অন্যান্য পুরস্কার তুলে দেন।

    আল আমিন মিশন একাডেমির ইনচার্জ সেখ ইসরাফিল সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।