|
---|
শ্রীরামপুর: কল্যাণ-তৃণমূল নেতৃবৃন্দের তরজায় সরগরম রাজ্য-রাজনীতি। এই তরজায় এবার নতুন করে ঘৃতাহুতি করল পোস্টার বিতর্ক। সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে ‘শ্রীরামপুরে নতুন সাংসদ চাই’ লেখা পোস্টার পড়ল। সপ্তাহের প্রথম কাজের দিন সকালে হুগলির রিষড়াজুড়ে এই পোস্টারে চাঞ্চল্য ছড়িয়েছে। ফের তৃণমূলের অন্তর্কলহ প্রকট হল।
এদিন সকালে রিষড়ার ওয়েলিংটন জুটমিল, ছাইরোড, মৈত্রীপথ এলাকা সহ বিভিন্ন জায়গা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম করে তাঁর বিরুদ্ধে লেখা পোস্টারে ছেড়ে গিয়েছে। নতুন সাংসদের দাবি তুলে পোস্টারে লেখা রয়েছে, ‘আর নয় কল্যাণ/ অকল্যাণের মুক্তি চাই/ শ্রীরামপুরে নতুন সাংসদ চাই,দিদি তুমি বিচার কর,দাদা তুমি বিচার কর।’
কে বা কারা পোস্টারগুলি সাঁটিয়েছে তা স্পষ্ট নয়। পোস্টারের নীচে কারোর বা কোনও গোষ্ঠীর নামও লেখা নেই। তবে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যে যে বিতর্ক তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই পোস্টার বলে মনে করা হচ্ছে। রিষড়ার বাসিন্দা আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার চিফ হুইপ পদ থেকে পদত্যাগ করার কথা বলেছিলেন। এদিন রিষড়ায় তাঁর বাড়ির এলাকাতেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লেখা পোস্টার দেখা যায়।
তৃণমূলের সেকেন্ড-ইন-চিফ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার পরেই শ্রীরামপুরের সাংসদের বিরুদ্ধে সরব হয়েছিলেন অপরূপা পোদ্দার থেকে শুরু করে মদন মিত্র পর্যন্ত। ক্ষুব্ধ অন্যান্য সাংসদরাও শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছিলেন। তারপর অবশ্য বিষয়টি সোশ্যাল মিডিয়ার মধ্যেই আটকে যায়। হুগলি তৃণমূলের অনেকেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন। পাল্টা কল্যাণের অনুগামীরাও তাঁর সমর্থনে ফেসবুকে পোস্ট করেছিলেন, ‘আবার কল্যাণদাকেই চাই’। কিন্তু এদিনের পোস্টার পড়ার ঘটনা সাংসদের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে হুগলি জেলায় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধ গোষ্ঠীই এই ঘটনায় সক্রিয় হয়েছে তা একপ্রকার স্পস্ট।
প্রসঙ্গত, দলের অন্তর্কলহ ঢাকতে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ বিধায়ক, সাংসদদের বিশেষ বার্তা দিয়েছেন। যার প্রেক্ষিতে আপাতত দলের সকলেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মুখে কুলুপ এঁটেছেন। এমনকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও গত দুদিনে রিষড়া, শ্রীরামপুর, কোন্নগরে কয়েকটি অনুষ্ঠানে যোগ দিলেও বিতর্ক বাড়ে এমন কোনও মন্তব্য করেননি। তবে তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ার ঘটনা নতুন করে তৃণমূলকে নতুন করে বিড়ম্বনায় ফেলল তা বলা বাহুল্য।