|
---|
লুতুব আলি, নতুন গতি, ১৯ জুলাই : আন্তর্জাতিক ম্যান্ডেলা দিবস পালন করল পশ্চিমবঙ্গ বসু পরিষদ। দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বাদের বিরুদ্ধে লড়াক কিংবদন্তি নেতা নেলসেন ম্যান্ডেলার জন্মদিন পালন করল পশ্চিমবঙ্গ বসু পরিষদ। হাওড়ার বাগনানে এই অনুষ্ঠানটি হয়। নেলসেন ম্যান্ডেলার জন্মদিন আন্তর্জাতিক ম্যান্ডেলা দিবস হিসাবে সমগ্র বিশ্বে পালিত হয়। বর্ণ বৈষম্যবাদ এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মেন্ডেলাকে ১৯৬২ সালে গ্রেপ্তার করে কারারুদ্ধ করে শ্বেতাঙ্গ শাসক। দীর্ঘ ২৭ বছর তিনি কারারুদ্ধ হয়েছিলেন। ম্যান্ডেলা চেয়েছিলেন বর্ণ বৈষম্যবাদের ঊর্ধ্বে গণতান্ত্রিকভাবে দক্ষিণ আফ্রিকায় শাসন কায়েম হোক। ম্যান্ডেলা জেল থেকে মুক্তি পাওয়ার পর দক্ষিণ আফ্রিকায় গণতান্ত্রিকভাবে সরকার গঠন হওয়ার পর তিনি প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন। পশ্চিমবঙ্গ বসু পরিষদের সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন, সমগ্র বিশ্বে নেলসন ম্যান্ডেলা বর্ণ বৈষম্য বাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। উল্লেখ্য নেলসন ম্যান্ডেলা ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। নোবেল পুরস্কার পাওয়ার আগে ১৯৯০ সালে ভারত সরকার নেলসন ম্যান্ডেলা কে ভারতরত্ন উপাধি প্রদান করে। এদিনের অনুষ্ঠানে বাগনানের জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মানুষ কুমার বসু ম্যান্ডেলার ঐতিহাসিক জীবন নিয়ে আলোকপাত করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুল বেগ, অনির্বাণ সামন্ত, বিশিষ্ট শিক্ষক রামিজ আলী প্রমুখ। চন্দ্রনাথ বসু আরও জানান, আগামী ১১ আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিন আত্ম বলিদান দিবস হিসেবে পালন করা হবে। এই অনুষ্ঠানে বিশিষ্ট কবি ও সমাজসেবী রঞ্জনা গুহ কে নেলসন ম্যান্ডেলা স্মৃতিস সম্মাননা প্রদান করা হবে। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে রঞ্জনা গুহ বলেন, এই পুরস্কার পাওয়ার যোগ্য আমি নই। চন্দ্রনাথ বসু ক্যালেন্ডার ধরে প্রায় প্রতিদিনই কোন না কোন অনুষ্ঠান করে থাকেন। তার এই মহান উদ্যোগকে সাধুবাদ জানাই।