মাতৃহারা অনুব্রত, শোকে ভেঙে পড়ছেন কেষ্টদা

রাহুল রায়, পূর্ব বর্ধমান: বীরভূম জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি তথা মঙ্গলকোটের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডলের মা মারা যাওয়ায় আজকে বোলপুর লোকসভা ভোটের প্রার্থী অসিত মাল-এর সমর্থনে তৃণমূল কংগ্রেসের সভা ছিল পালিশগ্রামে ।সেই সভা বন্ধ হয়ে যায় এবং উনার আত্মার শান্তি কামনার জন্য প্রায় এক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এক মিনিট নীরবতা পালন করেন । এবং উনার মায়ের আত্মার শান্তির কামনা করেন। বোলপুর লোকসভা ভোটের প্রার্থী অসিত মাল তিনিও সভার কাছাকাছি এসে গেছিলেন। পুনরায় তিনি বোলপুর অভিমুখে রওনা দেন এবং দলীয় কর্মীদের কে বার্তা দেন যে, এই সভা পরবর্তীতে হবে।মায়ের নাম পুষ্প রানী মন্ডল, বয়স (৯৫)। শিমুলিয়া ২ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা আমিরুল ইসলাম জানান আমাদের দলীয় নেতৃত্ব খবর দেন যে আমাদের অনুব্রত মণ্ডলের মা মারা গেছেন তাই আমরা আজকে আর সভা না করে এক মিনিট নীরবতা পালন করি ওনার আত্মার শান্তি কামনা করি।