রাতারাতি গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের হত্যাকারী

নতুন গতি নিউজ ডেস্ক: রাতারাতি গ্রেফতার করা হলো খড়দাহের প্রয়াত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের হত্যাকারীকে। ঘটনার প্রায় ৬ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় তাকে।

    জানা যায় মূল অভিযুক্তের নাম অমিত ওরফে শম্ভু পণ্ডিত। পেশায় ভাড়াটে খুনি বলে প্রাথমিকভাবে অনুমান। এদিন খুনের পর আগরপাড়া সংলগ্ন জঙ্গলে লুকিয়ে ছিল। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ খোঁজ শুরু করতেই জঙ্গলে তার হদিশ মেলে। তার থেকে উদ্ধার করা হয় একটি আগ্নেয়াস্ত্র।

    উল্লেখ্য, রবিবার ৭:৪৫টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পার্টি অফিসের দিকে যাচ্ছিলেন অনুপম দত্ত। সেই সময় আগরপাড়া এলাকায় বাইকে করে এসে তাঁর মাথা ও ঘাড় লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যায় এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়াতে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

    এই ঘটনার পর বিটি রোড অবরোধ করেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। ঘটনাস্থলে পৌঁছন বারাকপুরের পুলিশ কমিশনার। তাঁর তৎপরতায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দ্রুত ঘটনার কিনারা করতে নামেন তদন্তকারীরা। আর সেইভাবেই জালে ধরা পড়ে অমিত। আজ ধৃত অমিত পণ্ডিতকে আজ বারাকপুর আদালতে পেশ করা হবে।