|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : সিবিআইয়ের পরিচয় দিয়ে এলাকা থেকে টাকা তুলতো। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার উস্থি থানার পুলিশ উস্থি এলাকা থেকে হানিফ সর্দ্দার নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে সঙ্গে একটি সিবিআই স্টিকার লাগানো গাড়ি আটক করে।
পুলিশ সূত্রে জানা যায় , হানিফ সর্দ্দার বাড়ি উস্থি। গ্রামে নিজেকে সিবিআইয়ের আধিকারিকের পরিচয় দিয়ে টাকা তুললো। এমন খবর কয়েকদিন ধরেই আসছিলো। খবর পাওয়া মাত্র হানিফ সর্দ্দারের উপর নজরদারি চালানো শুরু করা হয়। বুধবার ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক মিতুর কুমার দে উস্থি থানার পুলিশ আধিকারিককে সঙ্গে নিয়ে উস্থি গ্রামে যায় হানিফের বাড়ির কাছে একটি অল্টো গাড়ি তাতে সিবিআইয়ের স্টিকার লাগানো দেখতে পায় পুলিশ। হানিফ সর্দ্দারের প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করে পরে তাকে গ্রেপ্তার করা হয়। ১.৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ আছে বলে পুলিশ সূত্রে জানা যায়।তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে সিবিআই লেখা তার পরিচয় পত্র, একটি অল্টো গাড়ি ও রিজার্ভ ব্যাঙ্কে জমা দেওয়া টাকার রসিদ। বৃহস্পতিবার তাকে ডায়মন্ড হারবার মহাকুমা আদলতে তোলা হবে সঙ্গে ১০ দিনের পুলিশ হেফাজত বলে জানা যায়। পুলিশ সূত্রে আরও জানা যায় যে এর সঙ্গে আরও কেউ যুক্ত আছে কী না তা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তদন্ত করে দেখা হবে।