|
---|
নিজস্ব সংবাদদাতা : একই দিনে দ্বিতীয়বার। রাজ্য ফের উঠল নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। মালদার পর এবার অভিযোগ এল প্রতিবেশী জেলা মুর্শিদাবাদ থেকে। অভিযুক্ত ৫৮ বছর বয়সী প্রতিবেশী। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনা মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার শেরপুর গ্রামের। নির্যাতিতা কিশোরীর বয়স ৯। পরিবারের লোকেরা জানিয়েছে, শনিবার বেলা ১২টা নাগাদ বাড়ির পাশেই খেলছিল সে। তখন তাকে চকোলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যায় অশোক দাস নামে এক প্রতিবেশী। কিছুটা দূরে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে কিশোরীকে যৌন নিগ্রহের চেষ্টা করে সে। সঙ্গে সঙ্গে চিৎকার করতে থাকে নাবালিকা। চিৎকার শুনে ছুটে আসেন অন্যান্য প্রতিবেশীরা। এর মধ্যে এলাকা ছাড়ে অভিযুক্ত।খবর যায় থানায়। পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পকসো আইনের ধারায় মামলা শুরু হয়েছে। অভিযুক্তের কঠিন শাস্তি দাবি করেছে স্থানীয়রা।
রাজ্যে একের পর এক নাবালিকা যৌন নির্যাতনের ঘটনায় নারী ও শিশু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিলেও অনেক ক্ষেত্রে অভিযোগ প্রত্যাহারের জন্য নাবালিকার পরিবারের ওপর চাপ থাকছে বলে অভিযোগ।