আসানসোলের নিমশায় নজরুল জন্মদিবস পালন

নিজস্ব সংবাদদাতা : ১২২ বছর আগে জ্যৈষ্ঠের ঝড়ে সঙ্গী হয়ে এসেছিল এক বিদ্রোহী আত্মা। কৈশোর থেকেই বিপ্লবের আগুন মাখতে মাখতে সেই বিদ্রোহী আত্মাই হয়ে ওঠে বিদ্রোহী কবি। আজ বিধ্বংসী ইয়াস সেই বিদ্রোহীর আগমনকে মনে করিয়ে দিল নিমশার মানুষকে। নিমশা আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত চুরুলিয়া সন্নিকট একটি সাংস্কৃতিক ঐতিহ্য সম্পন্ন, এলাকার চেতনা স্থল। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা লাল্টু কাজী জানান,প্রাকৃতিক দুর্যোগের কারণে নজরুল সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আগামী ৩১ মে তা অনুষ্ঠিত হবে। আজ কবির জন্ম দিবসে নিমশার শতাব্দী প্রাচীন হাটতলায় কবির আবক্ষ মর্মর মূর্তিতে মাল্যদান ও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।
কবির মূর্তিতে মাল্যদান করেন লাল্টু কাজী, সৈয়দ আনসার আলি, সেখ হোসেন বসরী, হীরা কাজী, চঞ্চল কাজী, ডাবলু খান, বাপ্পা কাজী, আদিত্য ভান্ডারী, সেখ ফজলে করিম, সেখ আরশাদ, নন্টু কাজী,নূর হোসেন খান, কাজী ইউনুস, সাবীর কাজী, বিকি কাজী, কাজী জসিমুদ্দিন, সেখ আক্তার, রাকেশ খান, সানি কাজী, সেখ আরোজ প্রমুখ। কবির মূর্তিতে মাল্যদান ও পুষ্পস্তবক দান পর্ব শেষ হওয়ার পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা লাল্টু কাজী। তিনি বলেন, সম্প্রীতির কবি নজরুল ইসলাম, তাঁর আদর্শ আজকের দিনে আমাদের সমাজ জীবনে পাথেয়। আজ অনুষ্ঠান না হওয়ায় ৩১ তারিখের অনুষ্ঠানের জন্য মুখিয়ে রয়েছে নজরুল অনুরাগী নিমশার মানুষ।