|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশীষ কর। বৃহস্পতিবার ভোর রাতে (রাত দুটা নাগাদ) পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে অবস্থিত লেভেল ফোর কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রয়াত হন। দিন কয়েক জ্বর থাকায় গত ৩১ তারিখ কোভিড টেস্টে রিপোর্ট পজেটিভ আসার পর তাঁকে শালবনীতে ভর্তি করা হয়েছিল। শ্বাসকষ্ট জনিত সমস্যা হলেও অক্সিজেন দেওয়ার, চিকিৎসায় আশীষবাবু অনেকটাই ভালো ছিলেন বলে খবর। কিন্তু বুধবার রাতে শাসকষ্ট জনিত সমস্যা বাড়ে বলে খবর। রাতেই অক্সিজেন সার্পোট ও পরে ভেন্টিলেটর সার্পোট দেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার সকালে দিনের আলো ফোটার আগেই জীববিজ্ঞানের এই জনপ্রিয় শিক্ষকের মৃত্যু সংবাদ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। তাঁর পরিচিতরা, ঘনিষ্ঠরা এবং প্রাক্তন ছাত্ররা স্মৃতিচারণায় মধ্য দিয়ে শোকজ্ঞাপন করতে থাকেন। গোটা মেদিনীপুর শহর জুড়ে নেমে আসে শোকের আবহ।
দুপুরে কলেজিয়েট স্কুল চত্বরে বহু ঘটনার সাক্ষী স্কুলের বিখ্যাত বটতলায় প্রয়াত শিক্ষকের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিমানী পয়ড়া সহ অন্যান্যর শিক্ষকবৃন্দ-শিক্ষাকর্মীবৃন্দ। মাল্যদান করেন অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা ও প্রাক্তন ছাত্ররা। আশীষবাবু রেখে গেলেন পত্নী শিল্পী কর ও দুই কন্যা অঙ্কিতা ও কৃতিদীপাকে। অঙ্কিতা বর্তমানে মেডিক্যাল পাঠরতা এবং কৃতিদীপা অষ্টম শ্রেণীর ছাত্রী। কলেজিয়েট স্কুলেরই প্রাক্তন ছাত্র আশীষবাবুদের আদি নিবাস বাঁকুড়া জেলার সারেঙ্গার বিক্রমপুর এলাকায় ছিল। আশীষবাবুরা বর্তমানে অনেক দিন ধরেই মেদিনীপুর শহরের কর্ণেলগোলার বাসিন্দা। আশীষবাবু মতো একজন কৃতি, জনপ্রিয়, ছাত্রদরদী শিক্ষক মাত্র ৫৭ বছর বয়সে অকালে প্রয়াত হওয়ার গোটা শহর শোকাচ্ছন্ন রয়েছে। সমস্ত জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শহরের অন্যতম প্রিয় শিক্ষক।