তপন কান্দু হত্যাকাণ্ডে নয়া মোড়! ভাইরাল হলো তপন কান্দুকে তৃণমূলে যোগদান দেওয়াই জন্য চাপের অডিও; বোর্ড গঠনের দিন কালা দিবস পালন কংগ্রেসের

পুরুলিয়া: তপন কান্দু হত্যাকাণ্ডে ফের ভাইরাল একটি অডিও। এই ভিডিওতে শোনা যায় তৃণমূলে যোগদান করার জন্য তপন কান্দুকে চাপ দেওয়ার কথা। জানা গিয়েছে, ওই তৃণমূল কর্মীর নাম অমল কান্দু।

    তপন কান্দু-অমল কান্দুর কথোপকথনে বিজয় কান্দু বলে একজনের নাম শোনা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, তিনি ঝালদা পুর শহরের এক নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর। তাঁকেও তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল।

    নিহত কংগ্রেস কাউন্সিলরকে ফোন করার কথা স্বীকার করেছেন তৃণমূল কর্মী অমল কান্দু। তিনি বলেন “আমাদের তৃণমূল কর্মীরা সন্দেহ করছিলেন, আমি নাকি টাকা নিয়ে তপনদার হয়ে ভোটে কাজ করেছি। কিন্তু আমি যে সেটা করিনি, এই বিষয়টি আমি ওয়ার্ডের তৃণমূল কর্মীদের বোঝাতে তাঁদের সামনে থেকে তপনদার সঙ্গে ফোনে কথা বলে দলীয় কর্মীদের শুনিয়ে দিয়েছিলাম। সেই সময় আমি তপনদাকে বলেছিলাম, তোমাকেও তৃণমূলে আসতে হবে। এর বাইরে আর কিছু নয়।”

    এদিন ঝালদা পৌরসভায় বোর্ড গঠন। কংগ্রেস জানিয়ে দিয়েছে, তপন কান্দু খুনের প্রতিবাদে তাঁরা বোর্ড গঠনের ভোটাভুটিতে অংশ নেবেন না। আজকের দিনটিকে তাঁরা কালা দিবস হিসাবে পালন করছেন। কালো ব্যাজ পরে শহরে মিছিলও করবে কংগ্রেস।

    কংগ্রেসের জেলা সভাপতি নেপাল মাহাতো বলেন “আমরা গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করব। এটা একটা ঐতিহাসিক দিন। যেখানে দেখা যাচ্ছে এক জন কাউন্সিলরকে হত্যা করে বোর্ড গঠনের প্রচেষ্টা স্বার্থক হল।”