বীরভূমের রাজনগরে চাইল্ড লাইন এর পক্ষ থেকে সচেতনতা শিবির ও প্রচারপত্র বিলি।

মহঃ সফিউল আলম,নতুনগতি, বীরভূম। রাজনগর ব্লকের ছাতিনা প্রাথমিক বিদ্যালয়ে বীরভূম চাইল্ড লাইন এর সিউড়ি সাব সেন্টারের তরফে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন চাইল্ড লাইনের টিম মেম্বাররা, স্থানীয় বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রতিনিধি, বসিন্দাদের একাংশ প্রমুখ৷ সোমবার বিকেলে আয়োজিত উক্ত অনুষ্ঠান সভাটি সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বলে জানান আয়োজক ও ব্যবস্থাপকরা৷

    উক্ত আলোচনা সভায় তথা শিবিরে উপস্থিত ছিলেন চাইল্ড লাইনের পক্ষে মৃণাল কান্তি চক্রবর্তী, দেবাশীষ দাস, টেগোর সোসাইটির কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী চন্দ্রকান্ত দত্ত, গৌরাঙ্গ দাস, সেখ রিয়াজ উদ্দিন প্রমুখ৷ এছাড়া সিনির প্রতিনিধিরা, বিশিষ্ট মানুষজন ও গ্রামের পুরুষ, মহিলা, যুবারাও হাজির ছিলেন৷ বক্তারা তাঁদের মূল্যবান বক্তব্যে বলেন, কোনো অসহায় শিশু ( ০—১৮ বছর বয়স পর্যন্ত) যদি আপনার বা আপনাদের নজরে পড়ে তাহলে বিনা পয়সায় টোল ফ্রি নাম্বারে (১০৯৮) ফোন করুন৷ ১৮ বছর বয়সের নীচে মেয়েদের ও ২১ এর নীচে ছেলেদের বিয়ে কোথাও হচ্ছে জানতে পারলেও চাইল্ড লাইনে খবর দিন৷ আপনার পরিচয় গোপন থাকবে৷ চাইল্ড লাইন কি, এর লক্ষ্য, উদ্দেশ্য, এর মাধ্যমে কি কি পরিষেবা পাওয়া যেতে পারে প্রভৃতি বিষয়ে আলোকপাত করেন তাঁরা৷ কথা বলেন বাসিন্দাদের সঙ্গে৷ প্রয়োজনীয় লিফলেট তথা প্রচারপত্রও বিলি করা হয় এদিন৷ এলাকার মানুষদের বক্তব্য, খুব ভাল উদ্যোগ ও শুভ প্রচেষ্টা৷ উদ্যোক্তা ও আয়োজকদের ধন্যবাদ জানান এলাকাবাসী৷