সাইকেল র্র্যালির মাধ্যম দিয়ে গ্রাম বাংলায় সচেতনতার বার্তা

বাবলু হাসান লস্কর জয়নগর: স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় জয়নগর ও বিদ্যাসাগর স্মৃতি সংঘের উদ্যোগে বর্ণাঢ্য ট্যাবলো ও সাইকেল চালিয়ে নদীবাঁধ বেষ্টিত গ্রাম বাংলার অলিতে গলিতে বনমহোৎসব পালন করেন । সকলে গাছ লাগানো ও গাছ বাঁচানোর শ্লোগান দিতে দিতে এলাকা প্রদক্ষিণ করেন, সাথে সাথে সেমিনার করেন।কেবল মাত্র শুধু গাছ নয়- জল জঙ্গল ও জীব বৈচিত্র্য বন্যপ্রাণীকে বাঁচাতে হবে, তাহলে প্রাকৃতির ধ্বংসলীলা প্রতিরোধ করতে পারা যাবে।

    আমরা এই মুহূর্তে খুবই অসহায় প্রকৃতির সামনে। তার দুটো উদাহরণ আমরা এই দু বছরে দেখলাম একটি হলো আমফান ঝড় অন্যটি হলো ইয়াশ ঝড়। অপর দিকে করোনা নামক মহামারি যে ভাবে মারণ আকার ধারণ করেছে তার জন্য হয়তো আমরাই দায়ী, আমরা প্রকৃতিকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে শেষ করে দিচ্ছি- হয়তো প্রকৃতি ও আমাদের থেকে তার প্রতিশোধ নিচ্ছে।

    করোনা ধাবা যতোটা শহরে গ্ৰামে কিন্তু ততটা নয়। তাই আর দেরি না করে সবাই আসুন হাতে হাত মিলিয়ে প্রতিজ্ঞা করি প্রকৃতিকে আমরা নষ্ট করব না আমরা সবাই গাছ লাগিয়ে পরিবেশ বান্ধব করে তুলি। এমনি মহতী উদ্যোগ কে এলাকা বাসী কুর্নিশ জানায়।