|
---|
খান আরশাদ, বীরভূম : রাজ্যের বিভিন্ন অংশে সরকারীভাবে নানাধরনের প্রকল্পের অধীন সচেতনতামূলক অভিযান চলছে। বাল্যবিবাহ বিবাহরোধ, দূষণমুক্ত পরিবেশ, বাড়ী বাড়ী শৌচাগার নির্মানের জন্য গ্রামে গঞ্জে প্রচার চালানো হচ্ছে। কিন্তু তা সত্বেও গ্রামীন এলাকায় এখনো কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রবনতা দেখা যায়। গ্রামের মানুষ বাড়ীতে শৌচাগার তৈরি করলেও মাঠে-ঘাটে শৌচকর্ম সারতে যান অনেকে। ফলে লক্ষ লক্ষ টাকা এইসকল সরকারী প্রকল্পে খরচ হলেও পুরোপুরিভাবে সফলতা পাওয়া যায়নি। কেন্দ্র ও রাজ্য সরকারের সব ধরনের প্রয়াস থাকলেও জনগনকে আশানুরূপভাবে সচেতন করা যায়নি। এসকল দিক চিন্তা করে রাজনগর রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিজেদের উদ্যোগে গ্রাম্য এলাকার মানুষদের সচেতন করার প্রয়াস শুরু করলো। অ্যাসোসিয়েশনের পক্ষে রাখী ব্যানার্জ্জী জানান সরকারীভাবে বিভিন্ন প্রকল্প শুরু হলেও পুরোপুরিভাবে সফলতা এখনো আসেনি। জনগন যদি সচেতন না হয় তাহলে কোন প্রকল্পই সঠিকভাবে রূপায়ন করা যাবেনা। তাই গ্রামাঞ্চলে নানারকম অনুষ্ঠান করে যদি গ্রামেগঞ্জের মানুষদের কিছুটা হলেও সচেতন করে তুলতে পারা যায় তাহলেই আমাদের উদ্দেশ্য সার্থক হবে। যেহেতু গ্রামের মানুষজন এখনোও কবিগান, বাউলগান ভালোবাসেন। তাই এসবের মধ্য দিয়ে যদি কোন বার্তা তাদের মধ্যে দেওয়া যায় তাহলেই তাদের মনে দাগ কাটবে বলেই মনে হয়। সেই উদ্দেশ্যেই এদিন গনেশপুর গ্রামের মন্দির প্রাঙ্গণে এই কবিগানের আসর বসানো হয়। কবিগানের মধ্য দিয়ে বাল্যবিবাহের কুফল, শৌচাগার ব্যাবহারের উপকারিতা প্রভৃতি বিষয় তুলে ধরা হয়। স্থানীয় মানুষজনও বেশ সাড়া দেন এদিনের কবিগান শুনে। এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন উদ্যোক্তা রাখী ব্যানার্জ্জীকেও।