|
---|
নিজস্ব সংবাদদাতা:রাতারাতি শিক্ষক নিয়োগের প্যানেল থেকে মুছে গিয়েছিল ববিতা সরকারের নাম। তাঁর জায়গায় চলে এসেছিল এক সময়ের দাপুটে ফরোয়ার্ড ব্লকের নেতা তথা রাজ্যের বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম। 2018 সালের 24শে নভেম্বর অঙ্কিতা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হয়ে যোগ দিয়েছিলেন মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস হাই স্কুলে। চাকরি না পেয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছিলেন প্যানেলের শীর্ষে থাকা ববিতা। দীর্ঘ প্রায় চার বছর মামলা চলার পর অবশেষে অঙ্কিতার নিয়োগকে অবৈধ ঘোষণা করে সেই জায়গায় ববিতাকে নিয়োগ পত্র দেওয়ার নির্দেশ দেয় আদালত। নিয়োগপত্র হাতে পেয়েই সোমবার মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস হাই স্কুলে কাজে যোগ দিলেন তিনি। প্রাপ্য চাকরি ফিরে পেয়ে যারপরনাই খুশি ববিতা সরকার। তিনি জানালেন আমি সত্যের হয়ে লড়াই করেছি।আমি কৃতজ্ঞ সবার কাছে যে সবাই আমাকে সাহস যুগিয়েছে,না হলে আমি এই জায়গাতে কোনমতেই আসতে পারতাম না।ববিতা জানালেন আমি মানুষ দেখি নি,আমি একজন অবৈধভাবে চাকরী পাবার ব্যক্তিকে হারিয়ে আমার অধিকার নিয়েছি। ব্যাস এতটুকুই । এর বেশী আর কিছুই বলব না।আমি এখন মন দিয়ে চাকরি করতে চাই,যেটার জন্য আমি গত সাড়ে তিন বছর ধরে লড়াই করে এসেছি।