|
---|
সেখ সামসুদ্দিন : ৪ আগস্ট বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতি মেমারি শাখার উদ্যোগে বর্ধমান শহীদ শিব শংকর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবির করা হয়। থ্যালাসেমিয়ার রোগীদের সাহায্যার্থে ও রক্তের ঘাটতি মেটাতে এদিন মেমারি সোমেশ্বর তলায় এই শিবিরে ৭০ জন মহিলা পুরুষ রক্ত দেন। উপস্থিত ছিলেন বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির সভাপতি অরূপ বৈরাগ্য, সম্পাদক যজ্ঞেশ্বর দাস, সদস্য সমীর কুমার পাল সহ অন্যান্য সদস্যবৃন্দ।