বাংলা সাহিত্য পত্রিকার দ্বিতীয় সংখ্যা প্রকাশ ও সম্মান

রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : ৬ই ফেব্রুয়ারী ২০২২ রবিবার বাংলা সাহিত্য পত্রিকার দ্বিতীয় বর্ষ প্রজাতন্ত্র সংখ্যার মোড়ক উন্মোচন হলো শিয়ালদা কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে। এদিন অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন গাজী রহমান চৌধুরী এবং বিশিষ্ট অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন নতুন গতি সংবাদ পত্রিকার সম্পাদক এমদাদুল হক নুর, ডাঃ এমদাদ হোসেন, সুখবর সংবাদ পত্রিকার সাহিত্য সম্পাদক নিশীথ সিংহ রায়, শিবশঙ্কর বক্সি, সবুজ বার্তা সংবাদ পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ, পার্থ মজুমদার, স্বপন কুন্ডু, শিবরাম বিশ্বাস প্ৰমুখ। দুপুর ১টার সময় বিশ্বজিৎ জানার উদ্বোধনী সংগীত এবং বাংলা সাহিত্য পত্রিকার সম্পাদক মোঃ ইসরাইল সেখের স্বাগত ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ আরম্ভ হয়। বাংলা সাহিত্য পত্রিকার দ্বিতীয় বর্ষ প্রজাতন্ত্র সংখ্যার মোড়ক উন্মোচন করেন ডা: এমদাদ হোসেন ও নিশীথ সিংহ রায়।এদিন প্রায় ৭০জন নবীন ও প্রবীণ কবি- সাহিত্যিক দের কবিতা পাঠ, বক্তব্য, সংগীত ইত্যাদি ছিলো চোখে পড়ার মতো। সকল কবি-সাহিত্যিক দের মেমেন্ট, সার্টিফিকেট, ব্যাচ দিয়ে সম্মান জানানো হয় বাংলা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে। বিশেষ অতিথি দের বক্তব্যর মধ্যে উঠে আসে নদীয়া জেলায় মো: ইসরাইল সেখ এর সম্পাদনায় এত সুন্দর একটি বাংলা সাহিত্য পত্রিকা প্রকাশ হচ্ছে যেনে শুনে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত বিশিষ্ট জনেরা।বাংলা সাহিত্য পত্রিকার সম্পাদক মোঃ ইসরাইল সেখ তাঁর বক্তব্যে জানান যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে বিশেষ আবেদন আমাদর কবি- সাহিত্যিক দের মাসিক ভাতার ব্যবহার করেদিলে খুব ভালো হবে এবং তরুণ কবিরা তাঁদের লেখনীর মাধ্যমে প্রস্ফুটিত হবে। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন প্রদীপ ভট্টাচার্য।