বর্ধমানের বিসি রোডে ভর দুপুরে গুলি করে পালিয়ে গেল দুষ্কৃতী, তীব্র চাঞ্চল্য

সফিকুল ইসলাম, বর্ধমান : শহরের জনবহুল বিসি রোডে  ভোর দুপুরে এক ব্যক্তিকে গুলি চালিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। দুস্কৃতিরা শুধু গুলি চালিয়েই ক্ষান্ত না হয়ে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথাও ফাটিয়ে দেয় ওই ব্যক্তির বলে প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন। ঘটনার পরই দুস্কৃতিরা পালসার ২২০ বাইক নিয়ে এলাকা থেকে চম্পট দেয়। প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন, বুকে, পেটে গুলি লেগে থাকতে পারে মাঝ বয়সী ওই ব্যক্তির। বন্দুকের আঘাতে মাথা ফেটে গিয়ে রক্তপাতও হয়েছে। গুরুতর আহত ব্যক্তিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ব্যক্তির নাম হিরামন মন্ডল (৪৩)। বাড়ি জামালপুরের জৌগ্রাম এলাকায়। বর্তমানে বর্ধমানের সরাইটিকর, ভাসাপাড়া এলাকায় শশুর বাড়িতে থাকেন। আগে একটি লোন সংস্থার সিকিউটিটি গার্ডের কাজ করতেন। লকডাউনের পর বর্তমানে টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। ঘটনাস্থলে জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি,  ডিএসপি হেড কোয়ার্টার সৌভিক পাত্র, বর্ধমান থানার আইসি পিন্টু সাহা সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। ইতিমধ্যেই দুষ্কৃতীদের ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন হিরামন মন্ডল লোন সংক্রান্ত বিষয়ে তাঁর পুরোনো সংস্থায় এসেছিলেন। বেসরকারি লোন প্রদান সংস্থা থেকে বেরিয়ে আসার সময়ই দুষ্কৃতীরা এই হামলা চালায়। এদিকে খোদ দিনের বেলায় বিসি রোডের মতো জনবহুল এলাকায় গুলি চালিয়ে দুষ্কৃতীদের পালিয়ে যাওয়ার ঘটনায় গোটা শহর জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।