হাই মাদ্রাসা ফাইনালে কুরআনের হাফেজ ছাত্রদের অসাধারণ কৃতিত্ব

নিজস্ব সংবাদদাতা : মেমারি পূর্ব বর্ধমানে একটি ছোট্ট শহর। যেখানে মামূন ন্যাশনাল স্কুল অবস্থিত। এবারের মাধ্যমিক প্রথম স্থাধিকারী অরিত্র পালের বাড়িও এই মেমারি শহরে। সুপরিচিত মাদ্রাসা জামিয়া ইসলামিয়া এই শহরে। মেমারি মাদ্রাসা এবং মামূন ন্যাশনাল স্কুলের যৌথ উদ্যোগ হলো কুরআনের হাফেজ ছাত্রদের বিজ্ঞান পড়তে সাহায্য করা। বিনা খরচে প্রতি বছর ১০জন হাফেজ ছাত্রকে মেমারি মাদ্রাসা বিশেষ উদ্যোগ নিয়ে ভর্তি করেন। যারা কখনো স্কুলে যায় নি বা তৃতীয় চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ে কুরআনের হাফেজ হয়েছে তাদেরকে একবারের মধ্যে নবম শ্রেণি পর্যন্ত সমস্ত বিষয় পড়ানো হয়। দ্বিতীয় বছরে সেই দেশ জন হাফেজ ছাত্রকে মামূন ন্যাশনাল স্কুলে দশম শ্রেণিতে পড়ার এবং হোস্টেল থাকার সুযোগ দেয় বিনা খরচে। এই উদ্যোগের ফলাফল এসেছে এবারের হাই মাদ্রাসা ফাইনাল পরীক্ষায়। মোট ৯জন ছাত্র পরীক্ষায় বসেছিল। সর্বোচ্চ ৭১৮(৮৯.৭৫%) পেয়ে চমকে দিয়েছে ওমর ফারুক মণ্ডল। তার বাড়ি পূর্ব ববর্ধমানে শক্তিগড়ে। দ্বিতীয় মিফতাহুল ইসলাম লস্কর সে পেয়েছে ৬৮২(৮৫.২৫%)। মিরাজ হোসেন বৈদ পেয়েছে৬৭৬ (৮৪.৫০%)। মোট ৯জন এর মধ্যে ৬জন ৮০% এর বেশি মার্কস। সকলে মামূন ন্যাশনাল স্কুলে পড়ছে।