বর্ধমান নেহেরু যুব কেন্দ্র ও পল্লীমঙ্গল সমিতির যৌথ উদ্যোগে একদিনের যোগা প্রশিক্ষণ শিবির

সেখ সামসুদ্দিন : ১০ ফেব্রুয়ারি বর্ধমান নেহেরু যুব কেন্দ্র ও পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির যৌথ উদ্যোগে একদিনের যোগা প্রশিক্ষণ শিবির ও দৈনিক জীবনযাপনের ইতিবাচক ভাবনার উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিন ৭৫জন শিবিরে যোগ দেন। সারাদিনের কাজ কর্মে যোগব্যায়াম কতটা গুরুত্বপূর্ণ সে নিয়ে ডাঃ স্বস্তিকা রায় এদিন পরামর্শ দেন। শিবিরের উদ্বোধন করেন দলুইবাজার ২ গ্রাম পঞ্চায়েত প্রধান ঝুমা কোঁড়া। কোভিড পরবর্তীতে মানুষের নিত্যজীবনে অনেজ বাধা বিপত্তি আসায় অনেকেই নানা ডিপ্রেশনে ভুগছেন, তা থেকে মুক্তির পরামর্শ ও ইতিবাচক জীবনধারণের জন্য “ফিট ইন্ডিয়া” প্রকল্পের অধীনে এই শিবির অনুষ্ঠিত হয় বলে জানান আয়োজকদের তরফে সন্দীপন সরকার।