ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে ৬ ভারতীয় পাচার কারি সহ ১০ মহিষ ও ফেন্সিডিল

এস ইসলাম,নতুন গতি,মুর্শিদাবাদ: ভারত-বাংলাদেশ লাগোয়া সাগরপাড়া বিওপি ১৪১নম্বর ব্যাটালিয়ান বিএসএফ কর্মরত অবস্থায় কিছু পাচারকারীকে দেখতে পায় এবং তাদের পিছু ধাওয়া করে,১৪১নাম্বার ব্যাটেলিয়ান বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট N S Rauela সূত্রে জানা যায় কিছু পাচারকারীরা রাতের অন্ধকারে কুয়াশার সুযোগ নিয়ে নিষিদ্ধ ফেনসিডিল সহ মহিষ পাচার করার চেষ্টা করছিল।১৪১ নাম্বার ব্যাটেলিয়ান বিএসএফ জওয়ানরা তাদের থামতে নির্দেশ দিলে তারা বিএসএফের জওয়ানকে লক্ষ্য করে শোয়া মারে ঘটনায় আহত হয় এক বিএসএফ জওয়ান। এমন অবস্থায় সাগরপাড়া বিএসএফ কোম্পানি কমান্ডার জওয়ানদের নিয়ে একটি টীম করে পাচারকারীদের পিছনে ধাওয়া করে বিএসএফ জওয়ানরা পাচারকারীদেরকে ধাওয়া করে তিনজনকে প্রথমে আটক করে। ফের খবর আসে আরো কিছু পাচারকারী বিভিন্ন জায়গা দিয়ে বাংলাদেশের দিকে পালানোর চেষ্টা করছিল তখন আরেকটি বড় টিম করে তাদেরকে বিভিন্ন দিক থেকে ঘিরে ৬জন ইন্ডিয়ান নাগরিক, ১০ টি মহিষ সহ প্রায় ২০০ দু’শটি ফেনসিডিল উদ্ধার করেন।