মেমারি শহরে বিজেপির মহামিছিল হয়

সেখ সামসুদ্দিন : মেমারি শহরে বিজেপি নেতা ভীষ্মদেব ভট্টাচার্যের নেতৃত্বে এক মহামিছিল করা হয়। বিশৃঙ্খল পরিস্থিতিতে অনিয়ন্ত্রিত ভাবে মেমারি কলেজের সামনে জিটিরোড থেকে মিছিল শুরু হয়। মেমারি চকদিঘী মোড়ে চেষ্টা করা হয় নিয়ন্ত্রণ করার এবং এখান থেকেই বিজেপি রাজ‍্য সহসভাপতি রাজু ব‍্যানার্জী মিছিলে যোগ দেন। মিছিলের শুরুতেই যোগ দেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম, রানাঘাটের মতুয়া সাংসদ জগন্নাথ সরকার, জেলা সভাপতি সন্দীপ নন্দী, জেলা সাধারণ সম্পাদক ও অবজার্ভার সুনীল গুপ্তা, রাজ‍্য মহিলা সদস্য স্মৃতিকোনা বোস, জেলা মহিলা সভানেত্রী সেলিনা বেগম, জেলা নেতা বিশ্বজিৎ পোদ্দার, মেমারি বিধানসভার কনভেনার চন্দ্রশেখর সাউ সহ সর্বস্তরের নেতৃত্ব ও কর্মীবৃন্দ। মিছিল কৃষ্ণবাজার স্টেশনবাজার, নিউমার্কেট, বামুনপাড়া, মেমারি পুরসভার সামনে মিছিল শেষ হয় এবং পথসভা করা হয়। বিশৃঙ্খল পরিস্থিতিতে পথসভায় সাংবাদিকরা কাজের পরিবেশ না পাওয়ায় সভাস্থল ত‍্যাগ করে বেরিয়ে আসতে বাধ‍্য হন।