|
---|
সেখ সামসুদ্দিন : মেমারি খাঁড়ো হাই মাদ্রাসা উচ্চ বিদ্যালয় থেকে জেলার সেরা ও রাজ্যে একাদশ স্থান অর্জনকারী সাদিয়া বানুকে শুভেচ্ছা জানালেন মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি ও মেমারি ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি। শিক্ষক সংগঠনের পক্ষে সভাপতি কৌশিক মল্লিক, পীযূষ বোস, সোমনাথ দাস, সঞ্জয় হাজরা সহ শিক্ষকবৃন্দ উত্তরীয়, পুষ্পস্তবক, অভিধান, কলম ও মিষ্টির প্যাকেট সহযোগে শুভেচ্ছা জানিয়ে আশীর্বাদ করেন। পরপর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মধুসূদন ভট্টাচার্য, সহসভাপতি সেখ মোয়াজ্জেম, বাগিলা অঞ্চল কার্যকরী সভাপতি অর্ক ব্যানার্জী, ব্লক যুব কার্যকরী সভাপতি সন্দীপ পরামানিক, এসটি সেলের সভাপতি কৃষ্ণ সরেন প্রমুখ নেতৃত্ব সাদিয়া বানুকে শুভেচ্ছা জানিয়ে আশীর্বাদ করেন। সাদিয়ার এই সাফল্যে পরিবারের সঙ্গে এলাকাবাসীও খুশির আবহে সামিল।