তিরুপতি মন্দিরের ১৪০ জন কর্মী করোনা আক্রান্ত,তাঁদের মধ্যে ১৪ জন পুরোহিত

নতুন গতি নিউজ ডেস্ক: বিখ্যাত তিরুপতি মন্দিরের কয়েকজন পুরোহিত ও অন্য কর্মীর করোনা ধরা পড়েছে। কিন্তু মন্দির বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, কেন্দ্রের আনলক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে মন্দির খোলা রাখা হবে।তিরুমালা তিরুপতি দেবস্থানম বোর্ডের চেয়ারপার্সন ওয়াইভি সুব্বা রেড্ডি বলেছেন, জনগণের দর্শন বন্ধ করার কথা তাঁরা ভাবছেন না। তিরুপতি আসা তীর্থযাত্রীরা করোনা আক্রান্ত হয়েছেন এমন কোনও প্রমাণ নেই। তিরুপতি মন্দিরের ১৪০ জন কর্মী করোনা আক্রান্ত, তাঁদের মধ্যে ১৪ জন পুরোহিত।রেড্ডি জানিয়েছেন, ৭০ জন সেরে উঠেছেন,এঁরা বেশিরভাগই আক্রান্ত হয়েছেন অন্ধ্র প্রদেশ পুলিশের কাছ থেকে, যাঁরা মন্দির পাহারা দেন।একজনের শরীরেই ভালরকম লক্ষণ দেখা দিয়েছে।

    রেড্ডি জানিয়েছেন, বরিষ্ঠ পুরোহিতদের এখন ডিউটি দেওয়া হচ্ছে না, তাঁদের ও কর্মীদের আলাদা জায়গায় রাখা হয়েছে। কর্মীদের রান্নার ব্যবস্থা এবার আলাদা করে দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।অনারারি প্রধান পুরোহিত রামন দীক্ষিতুলু পুরোহিত-কর্মীদের মধ্যে করোনা ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।টুইট করে বলেন, এই পরিস্থিতিতে দর্শন চালিয়ে যাওয়া হলে চরম বিপদ হবে।দয়া করে ব্যবস্থা নিন। তিনি ট্যাগ করেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডিকে।কিন্তু মুখ্যমন্ত্রী বলেন, তাঁর উচিত, সোশ্যাল মিডিয়ার বদলে এই পরামর্শ দেবস্থানম বোর্ডকে দেওয়া। অবসরের বয়স পেরিয়ে যাওয়ায় ২০১৮-য় মন্দিরের প্রধান পুরোহিতের পদ থেকে রামন দীক্ষিতুলুকে সরিয়ে দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে দেবস্থানম বোর্ডে আর্থিক তছরুপেরও অভিযোগ ছিল। ওয়াইএসআর কংগ্রেস ক্ষমতায় আসার পর গত বছর তাঁকে মন্দিরের অনারারি প্রধান পুরোহিত হিসেবে রাজ্য সরকার নিযুক্ত করে।