|
---|
বিজেপির লক্ষ্য এখন বাংলার ২০২১ বিধানসভা তাই অমিত শাহ বাংলায় ঘাঁটি করতে চাইছেন
নতুন গতি, ওয়েব ডেস্ক:তাই আসন্ন বিধানসভায় কোনও ফাঁকি দিতে নারাজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি সূত্রের খবর, আগামী এপ্রিল মাস থেকে কলকাতা ঘাঁটি গাডার পরিকল্পনা নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতিমাসে অন্তত তিনদিন এই রাজ্যে থাকতে চাইছেন তিনি। আর পুজোর পর থেকে কার্যত এই রাজ্যেই ঘাঁটি গাড়বেন বিজেপির এই চাণক্য।
লোকসভা নির্বাচনে ১৮টি আসন পাওয়ার পরও সিএএ, এনআরসি ও এনপিআর ইস্যুতে রাজ্য রাজনীতি তোলপাড় করছেন তৃণমূল নেত্রী। ফলে অনেকটাই বিজেপির দিকের জন জোয়ারে বাঁধ দিতে পেরেছেন তিনি। এরসঙ্গে তৃণমূল শিবিরে যোগ দিয়েছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর।