|
---|
সংবাদদাতা: সম্প্রীতির ধ্বজাটি তুলে ধরতে নির্দেশ দিয়েছেন মা- মাটি – মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন ও পার্টি সেই নির্দেশ পালন করে চলেছে গ্রামে শহরে, তাঁর স্বপ্নের বিশ্ব বাংলায়। এমনই এক উদ্যোগের সাক্ষী হল শহর মেমারি। বিধায়ক নার্গিস বেগম আহুত দাওয়াত – ই-ইফতার এর মজলিশে। সম্প্রীতির মিলন উৎসবে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, সাংসদ নাদিমূল হক, জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, পুলিশ সুপার কুণাল অগ্রবাল, সভাধিপতি শম্পা ধাড়া, বিধায়ক সুভাষ মন্ডল, মেমারির পৌর প্রধান স্বপন বিষয়ী, উপ পৌর প্রধান সুপ্রিয় সামন্ত,বিডিও বিপুল ভট্টাচার্য, সহ সভাপতি মধুসূদন ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত, কর্মাধ্যক্ষ মহ: ইসমাইল, মৌলানা হাসিমুদ্দিন, একাধিক কাউন্সিলর সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, রোজা হল প্রতিটি অঙ্গের। সাংসদ নাদিমূল হক বলেন,দাওয়াত-ই-ইফতার হল একটি সামাজিক উৎসব। জেলা শাসক বলেন, সঠিক কথা এটি একটি সামাজিক উৎসব। সবার যোগদানে সম্প্রীতি বাতাবরণ গড়ে ওঠে। বিধায়ক নার্গিস বেগম অনুষ্ঠানটি সঞ্চালন করেন। উপস্থিত রোজাদার ও সমস্ত সম্প্রদায়ের মানুষকে তিনি উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। কয়েক’শ মানুষ এই ইফতার মজলিশে যোগদান করেন। বাংলার সম্প্রীতির রক্ষায় এমন আয়োজন অনুঘটকের কাজ করবে বলে উপস্থিত মানুষের অনেকেই মনে করেন। মন্ত্রী স্বপন দেবনাথ উপস্থিত সকলকে ইদের আগাম শুভেচ্ছা জানান।