|
---|
খান আরশাদ, রাজনগর : শনিবার রাজনগরের গাংমুড়ি- জয়পুর অঞ্চলের রানীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন শনিবার সকাল ৯টা নাগাদ রাজনগরের রানীগ্রামের বাসিন্দা বছর ত্রিশের যুবক উজ্জ্বল মালের টিনের ছাউনি দেওয়া বাড়ীর দেওয়ালে একটি সাইকেল ঠেসিয়ে রাখা ছিল। কোনক্রমে বাড়ীটিতে শর্টসার্কিট হয়ে যায়। ফলে সাইকেলটিতেও শর্টসার্কিট হয়ে যায়। সেসময়ই বছর ত্রিশের উজ্জ্বল মাল বাড়ীর কাজে বেরোনোর জন্য সাইকেলটি নিতে যায়। সাইকেলটিতে হাত দেওয়ার ফলে উজ্জ্বল মাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। চিৎকার শুনতে পেয়ে আশেপাশের লোকজন সেখানে জড়ো হয়ে কোন ক্রমে উজ্জ্বলকে সেখান থেকে উদ্ধার করে। তড়িঘড়ি তাকে রাজনগর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসরা তাকে মৃত বলে ঘোষনা করেন। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। উজ্জ্বল মাল আইসক্রিম বিক্রি করতেন বলে জানা গেছে। স্ত্রী সহ দুটি সন্তান রয়েছে উজ্জ্বল মালের। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।