|
---|
কলকাতা: পাহাড়ের সমীকরণের রুপরেখা বদল ঘটলো। শুক্রবার দিন কলকাতায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়তে দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিনয় তামাং।
এর আগে বিমল গুরুং প্রকাশ্যে তৃণমূলকে সমর্থন করার কথা জানিয়েছিলেন। তারপর কিছুদিন বাদে গোর্খা জনমুক্তি মোর্চা ছাড়েন বিনয় তামাং। এরপরে বিভিন্ন মহলের জল্পনা চলছিল বিনয় তামাং বিমল গুরুং রাজনৈতিক ক্ষেত্রে পরস্পর বিরোধী হলেন। কিন্তু সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার দিন বিনয় তামাং ব্রাত্য বসু এবং মলয় ঘটক দুই মন্ত্রীর কাছ থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে যোগদান করলেন।
তৃণমূলে যোগদান এর পর বিনয় তামাং বলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তিনি গোর্খাল্যান্ড চান না পাহাড়ের উন্নয়ন চান।