করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে বিরাটি হিন্দু মিলন মন্দির

মহিউদ্দীন আহমেদ, কলকাতা: ইয়াস ও করোনার জেরে  যখন বেশামাল রাজ্য তখনও  উত্তর ২৪ পরগনার  বিরাটি এলাকায় কয়েকশো কোভিড আক্রান্ত পরিবারকে প্রতিদিন বিনামুল্য খাবার পৌঁছে দিচ্ছে  ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত বিরাটি হিন্দু মিলন মন্দির। রবিবার বিরাটি হিন্দু মিলন মন্দিরের পক্ষ থেকে বিশেষ ক্যাম্প করে কোভিড আক্রান্ত পরিবার ছাড়াও এলাকার পিছিয়ে পড়া মানুষদের বিনামুল্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
অসহায় মানুষদের হাতে খাবার তুলে দেন বিরাটি হিন্দু মিলন মন্দিরের সম্পাদক মানস কুমার দত্ত, সহ-সম্পাদক সুকুমার সরকার, যুগ্ম-সম্পাদিকা গীতা মিস্ত্রি ও ন্যাশনাল ইনন্সুরেন্স কোম্পানীর ম্যানেজার  অলোক সাহা প্রমুখ।

    ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত প্রনব ছাত্রাবাসের প্রধান পরিচালক শুভাশিষ বাগচি বলেন,করোনার চিকিতসা করাতে গিয়ে মানুষ সর্বশান্ত। অনেক পরিবারে দু বেলা খাওয়া জুটছেনা।তাই তারা করোনা আক্রান্ত পরিবারে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন।

    এদিন মিলন মন্দিরের  কার্যালয় থেকে ৫০০ এর বেশি মানুষকে রান্না করা খাবার দেওয়া হয়।