|
---|
মালদা: রবিবার সমস্বর এর উদ্যোগে, সুভাষপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সহযোগিতায়, ইংলিশ বাজারের সুভাষপল্লী দূর্গামণ্ডপে অসুস্থ অসহায় মুমূর্ষু থ্যালাসেমিয়া রোগীর কথা ভেবে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ৮ জন মহিলা সহ ৫১ জন রক্তবন্ধু রক্তদান করেন। রক্তদাতা উদ্বুদ্ধকরণে বক্তব্য রাখেন সমস্বর এর সম্পাদক অঙ্কুর সেনশর্মা মহাশয়, সুভাষপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্য স্বপন কুন্ডু মহাশয়, এস আই কালিয়াচক থানা অভিষেক তালুকদার , ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা মহাশয়, বিশিষ্ট চিকিৎসক জয়দীপ ত্রিপাঠি মহাশয়, মালদা ব্লাড সেন্টারের চিকিৎসক প্রলয় কুমার দাস মহাশয় প্রমূখ। সবুজ বাঁচান- বিশ্ব বাঁচন কে সামনে রেখে প্রত্যেক রক্তদাতা এবং অতিথিদের একটি করে গাছ দেওয়া হয়।