মাতৃভূমির কৃতি সংবর্ধনা

নতুন গতি- বীরভূম মাতৃভূমি জনসেবা সমিতির পরিচালনায় দুনিগ্রামে প্রতি বছরের ন্যায় এবারও রক্তদাতাদের এবং দুনিগ্রাম অঞ্চলের শিক্ষা সাহিত্য,সংষ্কৃতি ও সমাজসেবায় কৃতিদের সেই সঙ্গে এলাকার 2019 সালের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা উপলক্ষ্যে একটি সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।শনিবার একটি রবীন্দ্র সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বহু বিশিষ্ট সমাজসেবীগণ,ছাত্রছাত্রীবৃন্দ। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক আকবর আলি। এছাড়াও আবদুর রাকিব, নুরুল হক, রাজেশ মিশ্র প্রমুখ ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।।দুনিগ্রাম ও চাঁদপাড়ার ছাত্রছাত্রীরা সঙ্গীত ও জেলার বাচিক শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন। এলাকার ছেলেমেয়েদের নিয়ে একটি বুদ্ধি যুদ্ধ আয়োজন করা হয়। পরিচালনায় ছিলেন মেহেবুব হক এবং মহঃ রিপন।বীরভূম মাতৃভূমির সদস্য বদিউজজামান,আবুল হোসেন মীর্জা, নূর আলম, কেরিম, সাকির, আজাহার প্রত্যেকেই আগামীদিনে রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতার নিয়ে কাজ করার অঙ্গীকার গ্রহণ করেন।অনুষ্ঠানে শেষে বীরভূম মাতৃভূমির সদস্যরা গ্রামবাসীদের সামনে শপথ নেন আগামী দশ বছরে দুনিগ্রামকে শিক্ষা সাহিত্য ও সংষ্কৃতি বিষয়ে এলাকার ভিলেজ তৈরি করার।