বিশ্ব নৃত্য দিবসে বর্ধমানের ছন্দম নৃত্যগোষ্ঠীর বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠান।

লুতুব আলি, বর্ধমান, ৩০ এপ্রিল : ২৯ এপ্রিল ছিল বিশ্ব নৃত্য দিবস। এই দিনটিকে মর্যাদার সঙ্গে স্মরণ করলো বর্ধমান ছন্দমৃত্যু গোষ্ঠী। চন্দনের কর্ণধার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী বর্ধমানের ভূমিপুত্র মেহেবুব হাসান অনুষ্ঠানের সকলকে স্বাগত জানান। ছন্দমের নিজস্ব অলকানন্দ হলে কচিকাঁচাদের নিয়ে নৃতা অনুষ্ঠান ছিল নজর কাড়ার মত। উল্লেখ্য ১৯৮২ সাল থেকে সমগ্র বিশ্বে এই দিনটি মর্যাদার সঙ্গে বিশ্বনৃত্য দিবস হিসেবে পালন করা হয়। আর ও উল্লেখ্য, ২৯ এপ্রিল প্রভাত প্রতিম ব্যালে নৃত্যশিল্পী জ্যা জর্জেস নাভারের জন্মদিন। তার তিনি ১৭২৭ সালে ফ্রান্সের প্যারিসের এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিনটিকে মর্যাদার সঙ্গে স্মরণ করলো ছন্দম। মেহেবুব হাসান বলেন, নৃত্য শরীর কে উপভোগ করার এক সৃজনশীল মাধ্যম। আবেগে, অনুভূতির ও প্রকাশ ঘটে। অবক্ষয় সমাজ ব্যবস্থায় সৃজনশীল নৃত্য সামগ্রিকভাবে মানুষের জীবনকে খানিকটা স্বস্তি দিতে পারে। এদিন ছন্দম নৃত্যগোষ্ঠীর কচি কাঁচা দের অনুষ্ঠান দেখে দর্শক শ্রোতারা মুগ্ধ হয়ে যান।