বীরভূমে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

আজিম শেখ, নতুন গত, বীরভূম। এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বীরভূমের সদাইপুর থানার করমকাল গ্রামে। মৃত যুবকের পরিবারের দাবি খুন করা হয়েছে। খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীদের। ঘটনাস্থলে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত যুবক হলেন গোপীনাথ পাতর। বয়স 25 বছর। বাড়ি করমকাল গ্রামে। পেশায় তিনি রাধুনী ছিলেন। ছিল গত রাত থেকে সে নিখোঁজ ছিল। এদিন সকালে গ্রামের কাছে একটি মাঠে তার মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। নিচে দেওয়া টি মাথা থেকে কোমর পর্যন্ত মাটিতে পোঁতা ছিল এবং পা দুটি বাইরে বেরিয়েছিল। স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতৃত্ব পুলিশ কুকুর নিয়ে এসে ঘটনার তদন্তের দাবি করছিলেন। ঘটনা দু’ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত বচ্চন ঘোষ ও মৃতের স্ত্রী শ্যামলী পাতরকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বচ্চনের সাথে শ্যামলী বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তার জেরেই এই খুন। মূলত মোবাইল ফোনের সূত্র ধরেই পুলিশ প্রথমে বচ্চন কে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে সমস্ত ঘটনা স্বীকারোক্তি দেয় বলে দাবি পুলিশের। তারপরেই বচ্চনের স্ত্রী শ্যামলী কে গ্রেফতার করে পুলিশ।