|
---|
খান আরশাদ, বীরভূম। বীরভূমের রাজনগর থানার ভবানীপুর শম্ভুনাথ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হল সোমবার। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান এই উদ্দেশ্যে ব্রতী হয়ে বিদ্যালয় কতৃপক্ষ বিদ্যালয় চত্বরে চারা গাছ রোপণ করেন।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিব্রত সিনহা জানান বিদ্যালয় চত্বরে কয়েশো গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আম, জাম, কাঁঠাল, পেয়ারা চারার মতো ফল গাছের সঙ্গে শাল সেগুনের মত মূল্যবান গাছের চারাও রোপণ করা হয়েছে। এই বৃক্ষ রোপণ উৎসব উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়।
উপস্থিত ছিলেন কাজরীর কর্ণাধার বৃক্ষপ্রেমী মানুষ উজ্জ্বল রায়, ভবানীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান বামাপদ ঘোষ, সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, বন আধিকারিক, ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।