|
---|
বিজেপি সাংসদের স্ত্রীর বিমানে বাড়ী ফেরার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে
নতুন গতি ওয়েব ডেস্ক:
লকডাউনের কারণে পরিযায়ী শ্রমিকদের অবস্থা শোচনীয়। বাড়িতে গর্ভবতী স্ত্রী ও অসুস্থ বয়স্ক মানুষদের ফেলে রেখে সুদূর অন্য কোনো রাজ্যে ছটফট করছে পরিযায়ী শ্রমিকরা। বাড়ী ফেরার তাগিদে কয়েকশ মাইল হেঁটে মৃত্যু হয়েছে অসংখ্য শ্রমিকের। এই রকম এক অবস্থায় বাঁকুড়ার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা মন্ডল খাঁর বিশেষ বিমানে কলকাতা ফেরার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। ফেসবুক পোস্টে তিনি কিছু ছবি আপলোড করে ‘ফিলিং লাভলী’ স্ট্যাটাস দিয়েছেন। মুখে মাস্ক পরিহিত অবস্থায় আছেন। সেই সঙ্গে পোস্টে লিখেছেন ঘরে ফেরার মজাই আলাদা। kolkata the city of joy & delhi দিলওয়ালো কি অর্থাৎ কলকাতাতে ফিরে তিনি উচ্ছসিত। অসমর্থিত সূত্রে খবর, তিনি বিশেষ বিমানে দিল্লি থেকে কলকাতা এসেছেন। এই চিত্র দেখে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন তাহলে বিমানে ছাড় শুধু কি বিজেপি নেতা সংসদদের ? সৌমিত্র খাঁ একজন জনপ্রতিনিধি হয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ী ফেরার ব্যবস্থা না করে নিজের স্ত্রী’র জন্য কিভাবে বিমানের ব্যবস্থা করলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্যেশ্যে ভাষণে বলেছেন যে যেখানে আছেন তিনি সেখানেই থাকবেন। পরিযায়ী শ্রমিকরা অনাহারে অর্ধাহারে হেঁটে বাড়ী ফিরতে না পেরে কাতরাচ্ছে আর সংসদের স্ত্রী সুজাতা মন্ডলের ফেসবুক স্ট্যাটাস ‘ফিলিং লাভলী’