|
---|
শুভদীপ পতি; তমলুক: ক্রমশ এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। বিজেপির পক্ষ্য থেকে রাজ্যে প্রার্থী নির্বাচন দেরিতে হলেও, প্রচারে পিছিয়ে নেই পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব।আজ সকাল ১১টা নাগাদ তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে চণ্ডীপুরে যুব কার্যকর্তা যুব সম্মেলনে যোগ দিলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর।
প্রার্থী সিদ্ধার্থ নস্কর বলেন, রাজ্যে তৃণমূল যেভাবে পরিবার তন্র সৃষ্টি করে চলেছে, এর অবসান ঘটিয়ে জনগণ বিজেপি প্রতিষ্ঠিত করতে চলেছে।তমলুক সাংগঠনিক জেলার পক্ষ্য থেকে আজ প্রায় ৭০০ যুব বিজেপি কর্মীর উপস্থিততে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু করে চলে বিকেল প্রায় ৩টা পর্যন্ত।
ক্ষমতায় থাকা তৃণমূল দলকে পরাস্ত করার লক্ষ্যে সিদ্ধার্থ তাঁর বক্তব্যে হলদিয়া শিল্পাঞ্চলের প্রসঙ্গ তুলে বলেন, হলদিয়া শিল্প হারিয়েছে। মানুষ আর আগের মত কর্মসংস্থান পাচ্ছেন না। বিজেপি ক্ষমতায় এলে হলদিয়ার সাথে রাজ্য জুড়ে এর সুরাহা হবে। আজকের এই সম্মেলনে প্রার্থী সিদ্ধার্থ নস্কর ছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি প্রদীপ দাস, যুব মোর্চা তমলুক সাংগঠনিক জেলা সভাপতি পুলক কান্তি গুড়িয়া, তমলুক সাংগঠনিক জেলা অফজার্ভার সমীরণ সাহা।
এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির ৪ জন কার্যকর্তা। যথাক্রমে ধ্রুব সাহা (রাজ্য যুব মোর্চার ভাইস প্রেসিডেনট), জয় চৌধুরি (রাজ্য যুব সম্পাদক), তাপস ঘোষ (রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক) এবং জয়িতা সাহা (রাজ্য যুব মোর্চার মহিলা নেত্রী)।উপস্থিত নেতৃত্বরা জেলার যুবকদের কোনো ভয় না করে সাহসিকতার সাথে লড়ার বার্তা দেন। সেই সাথে তমলুক সাংগঠনিক জেলা যুবকদের মনে আজ এক নতুন উদ্যম লক্ষ্য করা গিয়েছে। সব মিলিয়ে তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচনে কোন প্রার্থী জয়লাভ করবে, তা এখন সময়ের অপেক্ষা মাত্র।