জঙ্গিপুর লোকসভায় ওয়েলফেয়ার পার্টির প্রার্থী ড: এস. কিউ. আর ইলিয়াসকে সমর্থনের ঘোষণা

মিজানুল কবির, মুর্শিদাবাদ: জঙ্গিপুর লোকসভায় ওয়েলফেয়ার পার্টির প্রার্থী ড: এস. কিউ. আর ইলিয়াসকে সমর্থনের ঘোষণা দিলো মজলিসে ইত্তিহাদুল মুসলেমিন বা মিম। রবিবার জঙ্গিপুর লোকসভার অন্তর্গত একটি বেসরকারি লজে আয়োজিত এক কর্মিসভায় প্রকাশ্যে ওয়েলফেয়ার পার্টির প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়া হয়। এদিন কর্মিসভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক মিম কর্মী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য যুবনেতা মহ: সাফিউল্লাহ খান, মুর্শিদাবাদ জেলার মহ: আসাদুল শেখ, হাসনাৎ জাহান কামলী, আব্দুল হান্নান, ইমরান কবীর, মনিরুল ইসলাম, মইদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    এদিনের কর্মীসভায় মিম নেতৃবৃন্দ মুর্শিদাবাদ জেলার প্রতি নানান রাজনৈতিক দলের শোষণের চিত্র তুলে ধরে বলেন, মুর্শিদাবাদ জেলা এক সময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল। সেই রাজধানী আজ বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত। এই জেলার শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়ন হয়নি। আশি লক্ষ মানুষের বসবাসের জেলায় নেই কোনো বিশ্ববিদ্যালয় নেই। স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতালগুলিতে উপযুক্ত সিট বরাদ্দ নেই! মুর্শিদাবাদের মানুষ যেন রাজমিস্ত্রির কারখানা ঘর, বিড়ি শ্রমিকদের কুঁড়েঘর হিসেবে আখ্যায়িত হয়েছে। জেলার এই দুরবস্থা নিয়ে মিমের নেতারা প্রশ্ন তুলে বলেন, জেলার এই অশোচনিয় অবস্থার কি পরিবর্তন হবে না? মুর্শিদাবাদের জনসাধারণ কি এক নুতন সূর্যের আলো দেখতে পাবে না? শিক্ষার জগতে পা রাখতে পারবে না ? এই জেলার মানুষ এত লাঞ্ছনা ও বঞ্চনার শিকার কেন ?

    মুর্শিদাবাদ জেলা যুব নেতা আসাদুল শেখ লোকসভা ভোটে সমস্ত প্রার্থীদের কাছে জেলার বেহাল দশা নিয়ে জনগণকে প্রশ্ন করার আহবান জানান। অন্যদিকে , রাজ্য যুব নেতা মোহাম্মদ শফিউল্লাহ খান ক্ষোভের সুরে বলেন, বিগত সত্তর বছর পরেও মুর্শিদাবাদ জেলা যেন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ।মুর্শিদাবাদ জেলার উন্নয়নে তিনি জনগণকে সজাগ হওয়ার আহবান জানান।

    এদিনের কর্মীসভায় জঙ্গিপুর লোকসভা নির্বাচনে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া সর্বভারতীয় সভাপতি,আফকার-এ মিল্লি উর্দু পত্রিকার সম্পাদক, বাবরি মসজিদ এক্সন কমিটির যুগ্ম আহবায়ক তথা যোগ্য ব্যক্তিত্ব , দূরদর্শী চিন্তাভাবনা, স্বচ্ছ ভাবমূর্তি এবং মানুষের আপামর জনগণের আওয়াজ তুলবেন এমন ব্যক্তিত্ব হিসাবে ডা. এস কিউ আর ইলিয়াসকে সমর্থনের ঘোষণা জানান। তাদের এই ঘোষণাকে সমস্বরে সমর্থন করেন দলীয় কর্মী সমর্থকরা।