|
---|
শিলিগুড়ি: তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে চলছিল দুয়ারে রেশন কর্মসূচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় তৃণমূল প্রার্থীর নির্বাচনী কার্যালয় থেকেই চলছিল রেশন সরবরাহ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুর নিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের চয়ন পাড়ায়। বিজেপির তরফে প্রতিবাদ করতেই বুথ অফিস থেকে দুয়ারে রেশন দেওয়ার কাজ সরিয়ে নেন রেশন ডিলার।
জানাগেছে, শিলিগুড়ি পুর নিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের চয়ন পাড়া মেইন রোডে তৃণমূলের নির্বাচনী কার্যালয় থেকে দুয়ারে রেশন কর্মসূচীতে রেশন সরবরাহ করছিলেন স্থানীয় রেশন ডিলার প্রদীপ কুমার সাহা। সেই নির্বাচনী কার্যালয়ের ভেতরে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় তৃণমূল প্রার্থী অলোক ভক্তের ছবি। বাইরে তৃণমূলের ব্যানার পাতাকায় সুসজ্জিত এই নির্বাচনী কার্যালয়। এদিন সকালে সেই পথ দিয়ে নির্বাচনী প্রচার সেরে ফিরছিলেন স্থানীয় বিজেপি প্রার্থী অমৃত পোদ্দার। বিষয়টি নজরে আসতেই প্রতিবাদে সরব হন প্রার্থী ও দলীয় কর্মীরা। দলের তরফে বিষয়টি জানানো হয় নির্বাচন কমিশনে। এরপরই বেগতিক দেখে সংশ্লিষ্ট রেশন ডিলার তড়িঘড়ি রেশন সরবরাহের কাজ সরিয়ে নেন নির্বাচনী কার্যালয় থেকে। এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা কমল ঘোষ অভিযোগ করে বলেন, নির্বাচনী বিধিভঙ্গ করে তৃণমূলের নির্বাচনী কার্যালয় থেকে তৃণমূলের মদতে রেশন সরবরাহ করছিল রেশন ডিলার। বিষয়টি তারা নজরে এনেছেন নির্বাচন কমিশনের।
এই প্রসঙ্গে ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অলোক ভক্ত বলেন, এই ঘটনায় তৃণমূলকে জড়িয়ে রাজনীতি করছে বিজেপি। রেশন ডিলার যে নির্বাচনী কার্যালয়কে ব্যবহার করে রেশন সরবরাহ করছিলেন সেটা তিনি জানতেন না। তিনি রেশন ডিলারকে মানা করে দিয়েছেন, যেন নির্বাচন চলাকালীন এই ঘর ব্যবহার না করেন রেশন সরবরাহে।