|
---|
সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার নরেন্দ্র দামোদর দাস মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে লোকপুর থানা এলাকার অগ্রনী সমিতির ক্লাব প্রাঙ্গণে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে দিনটি বিজয় দিবস হিসেবে ও পালন করা হয় গত ৩০ শে মে সন্ধ্যায়। নরেন্দ্র মোদীর ছবিকে সামনে রেখে শঙ্খধ্বনি ও জয় শ্রী রাম ধ্বনিতে এলাকা মুখরিত হয়ে ওঠে।এদিন বিজেপি র লোকপুর গ্রাম পঞ্চায়েতের প্রাপ্তন প্রধান সুকুমার দত্ত তার বক্তব্যে তুলে ধরেন ভারতীয় জনতা পার্টির জন্মলগ্নের কথা , সেদিন দুজন সংসদ সদস্য নিয়ে অন্যদলে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল, আজকে সেই দল ই রাষ্ট্র পরিচালনা করেছেন এবং করবেন। এদিন বিজেপি ব্লক মন্ডলীর সভাপতি সুকুমার নন্দী,চঙ্চল চৌধুরী সহ দলীয় সমর্থকদের উচ্ছাসে এলাকা সরগরম হয়ে উঠে।