|
---|
দেবজিৎ মুখার্জি: “জ্ঞানবাপী-মথুরা মামলায় নাক গলাবে না বিজেপি” মোদি সরকারের আট বছর পূর্তি উপলক্ষ্যে সাংবাদিকদের সাফ জানিয়ে দিলেন বিজেপি প্রেসিডেন্ট জে পি নাড্ডা।
তিনি বললেন “আমরা সবসময় সাংস্কৃতিক উন্নয়নের কথা বলে আসছি। কিন্তু এই বিষয় গুলিতে শেষ কথা বলবে সংবিধান এবং আদালতের রায়। তাই মসজিদ প্রসঙ্গে আদালত যা রায় দেবে, তাই মেনে নেবে বিজেপি।”
প্রসঙ্গত, কয়েকদিন ধরে জ্ঞানবাপী মসজিদে ভিডিও সার্ভে ও মথুরার শাহী ইদগাহ মসজিদ সরিয়ে দেওয়ার দাবিতে মামলা দায়ের করা হয় মামলা। শুরু হয় শুনানি।