|
---|
ঘটনাটি ঘটেছে কেশপুরের গোটগেরায়। জানা গিয়েছে, এদিন সাতসকালেই ভারতী ঘোষ জানতে পারেন, গোটগেরার একটি বুথে বিজেপি এজেন্টকে বসতে দিচ্ছে না তৃণমূল। তড়িঘড়ি সেখানে পৌঁছন ভারতী।
তখন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের মহিলা কর্মীরা। তাঁদের অভিযোগ, সময় পেরিয়ে যাওয়ার পর বিজেপি এজেন্টকে বসানো হচ্ছে। তাই তাঁরা বাধা দিচ্ছেন। যদিও ভারতী নিজেই বিজেপি এজেন্টকে বুথের ভেতরে জোর করে ঢোকানোর চেষ্টা হয়। তখনই রীতিমতো মারামারি শুরু হয়।