|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: শেষমেশ ভবানীপুর উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি। ওই কেন্দ্রে বিজেপি-র রাজ্য যুবনেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করল পদ্মশিবির। গত বিধানসভা নির্বাচনে এন্টালি কেন্দ্র থেকেও প্রিয়াঙ্কাকে প্রার্থী করেছিল বিজেপি, কিন্তু তৃণমূলের স্বর্ণকমল সাহার কাছে বিপুল ভোটে হেরে যান প্রিয়াঙ্কা। কিন্তু তারপরও কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রিয়াঙ্কাকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে পাঠাল গেরুয়া শিবির।
তিনি জানান “আমি টিকিটের জন্য দলকে বলিনি, দল আমাকেই টিকিট দেবে, এমনটাও মনে করিনি কখনও। এটা দলের হাইকম্যান্ডের সিদ্ধান্ত। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। দলের শীর্ষ নেতৃত্ব মনে করেছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়ার জন্য আমি যোগ্য মুখ। তাঁরা দেখেছেন, আমার সঙ্গে মানুষের সংযোগ কতটা, সেই কারণেই হয়ত আমাকেই এই দায়িত্ব দেওয়া হল”
তিনি আরো জানান “আমি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালতে নিয়ে গিয়েছি। সেখানে ভোট পরবর্তী হিংসা নিয়ে সেখানে তাঁকে ভুল প্রমাণ করেছি। এটা দ্বিতীয় বার, যখন আমি তাঁকে চ্যালেঞ্জ করব। আমি ভবানীপুরে জন্মেছি, প্রতিটা রাস্তা চিনি ওই এলাকার। এটা আমার ‘নানীবাড়ি'”
ভোটের বিষয় ওনার বক্তব্য “আমি বিশ্বাস করি, যদি সুষ্ঠ নির্বাচন হয়, মানুষকে যদি নিজের ইচ্ছেমতো ভোট দিতে দেওয়া হয়, আমি জিতব। আমি মানুষের পালস বুঝি। মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে মানুষকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। যখন মানুষ ঘরছাড়া হচ্ছে, ধর্ষিতা হচ্ছে মেয়েরা, তখন তিনি চুপ ছিলেন। আমি মানুষকে ঘরে ফেরাতে সোচ্চার হয়েছি”