|
---|
মহিউদ্দীন আহমেদ, সিউড়ী: বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ও ‘সমব্যাথী’ সংস্থার সসহযোগিতায় শনিবার দুবরাজপুর শহরের ‘হাতেখড়ি’ নামক এক সংস্হার উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমাজকর্মী নুরুল হক জানান, সাংবাদিক সৌরভ চক্রবর্তীর উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন সংস্থার আয়োজিত রক্তদান শিবির থেকে ৪৭ ইউনিট রক্ত সংগৃহীত হয়। সব রক্ত সিউড়ি ব্লাডব্যাঙ্ককে দেওয়া হয়। কোভিড সময়কালে রক্তের চাহিদা মেটাতে এই রক্তদান শিবির বিশেষ সহায়ক বলে মনে করছে চিকিৎসা মহল।