|
---|
মহিউদ্দীন আহমেদ, বোলপুর: উপসর্গহীন ও মৃদু উপসর্গযুক্ত কোভিড রোগীদের জন্য কোয়ারেন্টাইন সেন্টারের উদ্ভোধন হলো শনিবার। শান্তিনিকেতন থানার শ্রীনিকেতনে সুরুল স্বাস্হ্য সমিতির উদ্যোগে এই কোয়ারেন্টাইনের উদ্ভোধন করেন বোলপুরের বিধায়ক মন্ত্রী চন্দ্রনাথ সিন্হা, বীরভূম জেলা পরিষদের সভাপধিপতি ও সিউড়ীর বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বিশ্বভারতীর প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপিকা সবুজ কলি সেন, রুপপুর পঞ্চায়েতের উপ প্রধান রনেন্দ্রনাথ সরকার সহ অনান্য বিশিষ্ট ব্যাক্তিরা। স্বাস্হ্য সমিতির সম্পাদক সিদ্ধার্থ মিত্র বলেন, সুরুল সহ গ্রামাঞ্চলের মানুষের কথা ভেবে এই কোয়ারেন্টাইন সেন্টার চালু হলো। পুরুষ ও মহিলা মিলিয়ে পৃথক পৃথক ভাবে ১০ টি বেড চালু হবে। চিকিৎসার জন্য অক্সিজেন সহ চিকিৎসার যাবতীয় প্রয়োজনীয় জিনিস পত্র থাকবে বলে জানা গেছে।