|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, মেদিনীপুর: বিবেকানন্দ রিডিং পয়েন্ট উদ্যোগে স্বামীজির জন্মদিন উপলক্ষে কোভিদ প্রটোকল মেনে দু’দিনব্যাপী অনুষ্ঠান হলো। প্রথম দিনে শীতবস্ত্র বিতরণ ও স্যানিটারী ন্যাপকিন বিতরণ ও স্বাস্থ্য সচেতনতা শিবির করা হয়। দ্বিতীয় দিনে স্বামীজীর মূর্তি উন্মোচন এবং স্বামীজীর আশীর্বাদ প্রাপ্তি সপ্তর্ষির জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির হয়। এদিন মূর্তি উন্মোচন করেন সমাজসেবী গোপাল সাহা উপস্থিত ছিলেন অধ্যাপক বিবেকানন্দ দাস , অধ্যাপক তুলসী চরণ বস, অধ্যাপিকা পলি বোস , প্রধান শিক্ষক আমিতেশ চৌধুরী, প্রধান শিক্ষক প্রসূন কুমার পরিয়া।রক্তদান শিবিরে রক্ত দান করেন ৩৫ জন।
উল্লেখ্য, এই শিবিরে বিবেকানন্দ রিডিং পয়েন্টের ছাত্র-ছাত্রীদের আঠারো বছর বয়স যাদের তাদের মধ্যে ১৬ জন রক্ত দান করেন।বিবেকানন্দ রিডিং পয়েন্টের প্রধান শিক্ষক জগন্নাথ পাত্র বলেন, স্বামীজির জ জন্মদিন উদযাপন করার পাশাপাশি এই রক্ত সংকটের মুহূর্তে আমাদের ছাত্র ছাত্রীদের রক্তদান শিবিরের উদ্যোগ আগামী প্রজন্মকে প্রেরণা যোগাবে