|
---|
নিজস্ব সংবাদদাতা, খড়গপুর: পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর ও ক্রীড়া দফতরের উদ্যোগে খড়্গপুর পৌরসভার পরিচালনায় স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্ম দিবস উদযাপন উপলক্ষে বিবেক চেতনা উৎসব করোনা বিধি মেনে উদযাপিত হল খড়গপুর সেন চকে।
স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।মাল্যদান করেন মহকুমা শাসক সেখ আজমল হোসেন, পৌর প্রশাসক শ্রী প্রদীপ সরকার।
করোনা সংক্রমণ রুখতে এদিন শিশু ও যুবক যুবতীদের মধ্যে মাস্ক বিতরণ এবং সকলকে মিষ্টি মুখ ও চকলেট প্রদান করেন। এদিন মহকুমা শাসক সেখ আজমল হাসান স্বামী বিবেকানন্দের জীবনী উদ্ধৃত করে বলেন, জীবনে ভুল না থাকে তাহলে জানবেন আপনি নিজেই ঠিক পথে অগ্রসর হচ্ছেন না। আজকের দিনের বিবেকানন্দের বাণীর যে অপরিসীম তা পৌর প্রশাসক শ্রী প্রদীপ সরকার তুলে ধরেন এবং বাড়িতে থাকা করোনা সংক্রমনে সাধারণ মানুষের পাশে থাকতে কন্ট্রোল রুম খুলেছে খড়গপুর পুরসভা তাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কলাইকুন্ডা চার নম্বর অঞ্চল যুব ওয়ার্কিং প্রেসিডেন্ট রাজিব সেন এবং ১১নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি জয়দীপ ভট্টাচার্য।
এদিন উপস্থিত ছিলেন খড়্গপুর পুরসভার চেয়ারপারসন শ্রী প্রদীপ সরকার, ভাইস চেয়ারপার্সন জনাব সেখ হানিফ , এস ডিও আজমাল হোসেন, মালঞ্চ রামকৃষ্ণ মিশনের মহারাজ, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরিতা ঝাঁ, ১১ নম্বর ওয়ার্ড যুব সভাপতি সৌভিক পাল,খড়গপুর যুব তৃনমূলের সেক্রেটারি মিঠুন সিট,পশ্চিম বঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক খড়্গপুর পশ্চিম চক্রের কনভেনর অরিন্দম সিংহ প্রমুখ